দুদিনের সফরে পশ্চিমবঙ্গে যাচ্ছেন প্রধানমন্ত্রী

0
377

খবর ৭১ঃ প্রটোকল অনুযায়ী পর পর দুবার কোনো দেশে রাষ্ট্রীয় সফরে যাওয়ার বাধা এড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ মে দুদিনের সফরে পশ্চিমবঙ্গে যাচ্ছেন। দুদিনে দুটি অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। রবীন্দ্রনাথের বিশ্বভারতীতে চীনা ভবন ও নিপ্পন ভবনের অনুকরণে তৈরি বাংলাদেশ ভবনের উদ্বোধন করতেই তিনি মূলত পশ্চিমবঙ্গ সফরে যাবেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
দিল্লি সূত্রের খবর, আগামী ২৫শে মে শেখ হাসিনার শান্তিনিকেতনে যাবার কথা জানানো হয়েছে। তবে কূটনৈতিক সূত্রে জানা গেছে, একদিন আগেই শেখ জহাসিনা পশ্চিমবঙ্গে আসবেন। ২৪শে মে তিনি বর্ধমানের চুরুলিয়ায় কাজী নজরুলের জন্মস্থানে যাবেন এবং নজরুল বিশ্ববিদ্যালয় প্রদত্ত সাম্মানিক ডিলিট উপাধি গ্রহণ করবেন। এই অনুষ্ঠানে তিনি বক্তৃতা প্রদান করবেন। পরের দিন অর্থাৎ ২৫শে মে বিশ্বভারতীতে বাংলাদেশের দেয়া ২৫ কোটি রুপি ব্যায়ে যে বাংলাদেশ ভবনটি তৈরি হয়েছে সেটির উদ্বোধন করবেন। এই উদ্বোধন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও থাকার কথা রয়েছে। বিশ্বভারতীর সমাবর্তনে আচার্য হিসেবে মোদী উপস্থিত থাকবেন বলে বিশ্বভারতীয় উপাচার্য সবুজকলি সেন জানিযেছেন। বিশ্বভারতীতে তৈরি বাংলাদেশ ভবনে থাকছে অডিটোরিয়াম, মিউজিয়াম এবং গবেষণার সুবিধা। ইতোমধ্যেই বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী এক প্রতিনিধিদল নিয়ে ভবনের সর্বশেষ অবস্থা দেখে এসেছেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here