দুই হাত বিহীন, পা দুইটি বাঁকা হাতীবান্ধায় জন্ম নিয়েছে শিশু সিনতা

0
644

লালমনিরহাট প্রতিনিধি-
হাত দুইটি নেই, পা দুইটি বাঁকা ও খাটো, মাথা অনেক বড় এমন শারীরিক প্রতিবন্ধীতা নিয়ে জন্ম নিয়েছে শিশু সিনতা আক্তার। শুক্রবার রাতে শিশু সিনতার জন্ম হয় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার খানেরবাজার এলাকার আবু সাঈদ ও রত্না আক্তারের দাম্পত সংসারে। শিশু সিনতা এখন সুস্থ্য রয়েছে।
মঙ্গলবার(২জানুয়ারী) সরজমিনে গেলে, শিশুটির মা     রত্না আক্তার জানান, গর্ভ ধারণের ৯ মাস পর গত শুক্রবার তার প্রসব ব্যাথা উঠলে তাকে পার্শ্ববর্তী বড়খাতা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই হাত বিহীন, খাটো ও বাঁকা দুই পায়ের পাশাপাশি মাথা বড় নিয়ে আমার মেয়ে শিশু সিনতা’র জন্ম হয়। জন্মের সময় শিশুর ওজন ছিলো সাড়ে ৩ কেজি। জন্মের পর শিশুটি একটু অসুস্থ হলে ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠেছে। এখনও পর্যন্ত সিনতা সুস্থ্ রয়েছে।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রমজান আলী জানান, জিনতত্ত্ব বা জেনেটিক্স বা বংশগতিবিদ্যা হল জিন, বংশবৈশিষ্ট্য এবং এক জীব থেকে আরেক জীবের জন্মগত চারিত্রিক সাযুজ্য ও পার্থক্য সম্বন্ধীয় বা ক্ষতিকর ঔষধ সেবনের ফলে এ ধরণের বাচ্চার জন্ম নিয়ে থাকে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here