দুইদিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার সৌদি আরবে পৌছান ইমরান খান

0
443

খবর৭১:সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে এখন সৌদি আরবে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বিদেশ সফর।

দুইদিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৌদি আরবে পৌঁছান তিনি। ইমরান খানের সফরসঙ্গী হয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী আসাদ উমার ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেইশি।

ধারণা করা হচ্ছে পরীক্ষিত বন্ধুর কাছে ইমরান খান তার দেশের অর্থনৈতিক সংকট কাটাতে বড় অংকের অর্থ সহায়তা চাইবেন।

এদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, এ সফরে ইমরান খান সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের সঙ্গে পৃথক পৃথক সাক্ষাৎ করবেন। এছাড়াও ইসলামি সহায়তা সংস্থার (ওআইসি) মহাসচিব ইউসুফ বিন আহমদের সঙ্গেও সাক্ষাত করবেন। তিনি ওমরাহ পালনসহ মদিনা মুনাওয়ারাহ জিয়ারত করবেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here