দিল্লি সফরে গেলেন স্পিকার

0
296

খবর৭১ঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী রাষ্ট্রীয় সফরে ভারতের দিল্লি গেছেন। সোমবার (২৫ মার্চ) সকাল ৭ টায় তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সকালে স্পিকারকে বিদায় জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শিরিন শারমিন চৌধুরী দিল্লিতে ‘মাইক্রোইকোনমিক পলিসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ফর পার্লামেন্টেরিয়ান’ এ যোগ দিবেন।

ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে এ সফরে আরও অংশ নিচ্ছেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ এমপি, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজী এমপি, সাগুফতা ইয়াছমিন এমপি, আনোয়ারুল আবেদীন খান এমপি এবং আহসানুল ইসলাম (টিটু) এমপি।

জানা গেছে, আগামী ২৮ মার্চ স্পিকার দেশে ফিরবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here