দামুড়হুদা সীমান্তবর্তী এলাকা থেকে ৩০ কেজি স্বর্ণসহ আটক ১

0
295

হাফিজুর রহমান কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি :

ভারতে স্বর্ণ পাচারের সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তবর্তী এলাকা থেকে ৩০ কেজি স্বর্ণের বারসহ আনারুল ইসলাম নামের এক র্স্বণ পাচারকারীকে প্লাটিনা মটরসাইকেলসহ আটক করেছে বিজিবি। আনারুল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মৃগিমারি গ্রামের মুনছুর আলির ছেলে। শুক্রবার দুপুরে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের সামনে থেকে বিজিবি এ স্বর্ণ আটক করে। আটক স্বর্ণের মূল্য প্রায় ১৪ কোটি টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে বিজিবির একটি টহল দল দামুড়হুদার পারকৃষ্ণপুর- মদনা ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেয়। এসময় প্লাটিনা মটরসাইকেল নং-মেহেরপুর-হ-১২২৭০৫ যোগে স্বর্ণ নিয়ে আনারুল দর্শনা থেকে মদনার উদ্দেশ্য যাচ্ছিল। বিজিবি টহল দল মোটরসাইকেলটি গতিরোধ করে। পরে মটরসাইকেল তল্লাশি করে সিটের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় কালো ব্যাগ থেকে প্রায় ২৬০ টি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন ৩০ কেজি। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৪ কোটি টাকা। এব্যাপারে দামুড়হুদা মডেল থানায় মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here