দাঁড়িয়ে পানি খেলে কী হয়?

0
266

খবর৭১ঃপ্রতিদিনের জীবনযাপনে আমরা খাবার খেতে নানা ধরনের ভুল করে থাকি। আমরা বুঝতেও পারি না কিন্তু এই ছোট বিষয়গুলো আমাদের শরীরের মারাত্নক ক্ষতি করে থাকে।

আমরা অনেক সময়েই নিজের অজান্তে দাঁড়িয়ে পানি পান করি। কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর। দাঁড়িয়ে পানি পান করা হলে তা দ্রুত কোলন বা মলাশয়ে চলে যায়। ফলে পানির প্রয়োজনীয় পুষ্টি উপকরণ শরীরে শোষিত হয় না।

দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি পাকস্থলীতে গিয়ে আঘাত করে। এতে বদহজমের সমস্যা বাড়ে। এছাড়া তলপেটে ব্যথাসহ একাধিক সমস্যা তৈরি হয়।

গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ হতে পারে দাঁড়িয়ে পানি পান করলে। কারণ তা সরাসরি ইসোফেগাসে গিয়ে ধাক্কা দেয়। এর ফলে পাকস্থলীর ভেতরের সরু নালীটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। যার ফলে গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ এর মতো রোগ হয়।

দাঁড়িয়ে পানি পান করলে শরীরের ভিতরে থাকা ছাকনিগুলো সংকুচিত হয়ে যায়। ফলে সঠিক ভাবে পানি পরিশুদ্ধ হয় না এবং শরীরে টক্সিনের মাত্রা বাড়তে থাকে।

বসে পানি পান না করলে শরীরের নার্ভগুলো উত্তেজিত হয়ে যায় এবং উদ্বেগ বাড়তে থাকে।

কিডনি ক্ষতিগ্রস্থ হয় দাঁড়িয়ে পানি পান করলে। এতে কিডনির কর্মক্ষমতা কমে। কিডনির মারাত্নক ক্ষতির সম্ভাবনা থাকে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here