দলীয় প্রতিপক্ষদের বিরুদ্ধে ক্ষমতা ভাগাভাগি করার অভিযোগ এমপি নূরুল হকের

0
254

আমিনুল ইসলাম বজলু পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
“ঈষান কোনে একখন্ড কালো মেঘ জমেছে” উল্লেখ করে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)’র সরকার দলীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক রাজনৈতিক প্রতিপক্ষদের লক্ষ্য করে যাদের প্রশ্রয় দেই না তারা ও লুটেরা দলের সদস্যরা ক্ষমতা ভাগাভাগি করতে চাচ্ছে! একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে ৬ আসনে দলীয় প্রার্থীতা নিয়ে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমানের আগমন প্রসঙ্গ তুলে ধরে তিনি সরাসরি খুলনা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজা-এমপির নাম উল্লেখ করে জানান, তার অনুসারীরা জল ঘোলা করছেন বলে অভিযোগ করেছেন। বোরবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে অনুষ্ঠেয় মফস্বল সাংবাদিক ফোরাম’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এলাকার ধারাবাহিক উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান করে আরও বলেন নির্বাচনী এলাকার প্রশাসন চলছে শম্ভুক গতিতে। সে কারনে কাঙ্খিত উন্নয়ন হচ্ছে না এবং পাইকগাছার ইউএনও ও এসিল্যান্ড অফিস ফাঁকি দেন বলে অভিযোগ করেছেন। এ সময় পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, এমপির ছেলে জেলা আ’লীগ সদস্য শেখ মনিরুল ইসলাম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এমপি’র অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফকরুল হাসান বলেন, আমরাও উন্নয়ন চাই, কিন্ত সেটা নিয়মনীতির মধ্য থেকে। নির্মানাধীন উপজেলা পরিষদের প্রবেশ দ্বার ও সীমানা প্রাচীর ও বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড প্রসঙ্গে কারো কারোর সাথে মতপার্থক্য নিয়ে এ সব কথা হচ্ছে উল্লেখ করে জানান, দাপ্তরিক কাজ ও মাঠ পর্যায়ে সরকারি কর্মকান্ড দেখভাল করতে অনেক ক্ষেত্রে শুক্র-শনিবারেও অফিসে থাকতে হয় বলে সাংবাদিকদের জানান।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here