দলীয়ভাবে মনোনয়ন দেয়া হলেও পরে ঠিক করা হবে

0
330

খবর৭১:প্রার্থিতা প্রত্যাহারের আগেই সব ঠিকঠাক করে নেয়া হবে। আজ মঙ্গলবার বেইলি রোডের নিজ বাসভবনে এসব কথা বলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
নিজ বাড়িতে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একান্ত বৈঠক করেন ড. কামাল। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সময়স্বল্পতার কথা উল্লেখ করে ড. কামাল বলেন, আপাতত মনোনয়ন প্রদান জোটগতভাবে হচ্ছে না। পৃথকভাবেই দেয়া হচ্ছে। পরে বসে এগুলোকে সমন্বয় করা যাবে। প্রার্থিতা প্রত্যাহারের আগেই সব ঠিক করা হবে।

নির্বাচন কমিশনের ৬টি আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত প্রসঙ্গে ড. কামাল হোসেন বলেন, ইভিএম বাদ দেয়ার বিষয়ে তাদের যে দাবি ছিল তা নির্বাচন কমিশন মেনে নেয়নি।

এর জন্যে আমরা সংসদ নির্বাচন বাদ দেব না। তবে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here