‘দলকে মানসিকভাবে চাঙ্গা করে দিয়েছেন মাশরাফি’

0
520

খবর ৭১ঃক্যারিবিয় সফরে বাংলাদেশের শুরুটা হয়েছিল টেস্ট সিরিজ দিয়ে। আর এই সিরিজেই ভরাডুবি হয়েছে সাকিব-তামিমদের। মাত্র ৪৩ রানে অলআউট হয়ে শুরু হয়েছিল এই সফর। কিন্তু শেষটা হয়েছে মুখ ভরা হাসি দিয়ে।

কারণ টেস্ট সিরিজ পর বাংলাদেশ শিবিরে যোগ দিয়েছিলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। হতাশার সাগরে ডুবে থাকা দলটি ওয়ানডে অধিনায়ক মাশরাফির উপস্থিতিতেই বদলে গেল। টেস্টের হারকে পেছনে ফেলে দুই অধিনায়কত্বের অধীনে দুই শিরোপা নিয়েই দেশে ফিরলো টাইগাররা। আর এই হারের চাপ কাটিয়ে দলকে বদলে দেওয়ার অবদানটা ছিল মাশরাফিরই। এমনটাই দাবী করেছেন ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল।

বৃহস্পতিবার মিরপুরে অনুশীলন গণমাধ্যমকে তামিম ইকবাল জানান, ‘টেস্টের পর আমরা মানসিক ভাবে খুব দুর্বল ছিলাম। আমাদের জন্য ওয়ানডে সিরিজটা ছিল অনেক গুরুত্বপূর্ণ। ওয়ানডেতে দলে এলেন মাশরাফি ভাই। আর আমার মতে দলের পরিবেশ বদলে দিতে উনার অবদানটাই ছিল। উনি হয়তো আমাদের ব্যাটিং বা বোলিং করে দেননি কিন্তু দলের পরিবেশ বদলে দিয়েছিলেন।’

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here