দক্ষিণ কোরিয়ার জিমনেশিয়ামে আগুন: নিহত ২৯

0
308

খবর৭১:দক্ষিণ কোরিয়ায় একটি জিমনেশিয়ামে আগুন লেগে ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত অর্ধশত।

ভবনের গাড়ি পার্কিং থেকে আগুনের সূত্রপাত হয়ে তা ছড়িয়ে পড়ে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গতকাল বৃহস্পতিবার রাজধানী সিউল থেকে ১০৪ মাইল দূরে জেচেন শহরের একটি আটতলা ভবনে এ আগুন লাগে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে কালো ধোঁয়ার সঙ্গে আগুন দেখা যায়। ঘন ধোঁয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। সেখানে আগুন নেভাতে ৬০ জনের বেশি অগ্নিনির্বাপণ কর্মী কাজ করছেন। উদ্ধারকাজ শেষ হওয়ার পর লাশের সংখ্যা আরও বাড়তে পারে।

কর্তৃপক্ষ জানায়, ওই আটতলা ভবনের ভূগর্ভস্থ কক্ষ থেকে আগুনের সূত্রপাত। ভবনের দ্বিতীয় তলায় থাকা ব্যায়ামাগারে বেশি লাশ পাওয়া গেছে।

নিহতদের মধ্যে ১২ নারী ও তিনজন পুরুষ। আর ১৪টি দেহ চেনা যাচ্ছে না।
আগুন লাগার পর অনেকেই ভবনের ছাদে উঠে যান। ছাদ থেকে ২০ জনকে উদ্ধার করা হয়।

দেশটির ন্যাশনাল ফায়ার এজেন্সির মুখপাত্র বলেছেন, আগুনের কারণে বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি হয়। আর তাতেই অনেকের মৃত্যু হয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here