দক্ষিণ আফ্রিকাকে ৩১২ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড

0
334

খবর ৭১: চার অর্ধশতকে ৩১১ রানের বড় সংগ্রহ করেছে স্বাগতিক ইংল্যান্ড। জেসন রয়, জো রুট, মরগান ও স্টোকস দেখা পেয়েছেন অর্ধশতকের। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১১ রান সংগ্রহ করে ইল্যাংন্ড।

বাংলাদেশ সময় সাড়ে ৩ টায় শুরু হয় ম্যাচটি।

বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ওভালের ম্যাচের শুরুতেই উত্তাপ ছড়ায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় বলে প্রোটিয়ারা তুলে নেন জনি বেয়ারস্টোর উইকেট। যদিও ওই ধাক্কা কাটিয়ে ওঠে তারা জেসন রয় ও জো রুটের হাফসেঞ্চুরিতে।

১ রানে হারানো প্রথম উইকেটের পর রয়-রুট গড়েন ১০৬ রানের জুটি। ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে ব্যাটিং প্রস্তুতি সেরে নেওয়া রয় বিপদ বাড়তে দেননি ইংল্যান্ডের। ফর্মে থাকা এই ওপেনার আক্রমণাত্মক ব্যাটিং বাড়িয়ে নেন দলের রান। পেয়ে যান ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম হাফসেঞ্চুরি।

যোগ্য সঙ্গ পেয়েছেন তিনি রুটের কাছ থেকে। ইংলিশদের নির্ভরযোগ্য এই বাটসম্যান পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ব্যাট চালিয়েছেন। রয়ের সঙ্গে জুটি গড়ে পেয়ে যান ওয়ানডে ক্যারিয়ারের ৩১তম হাফসেঞ্চুরি। যাতে ইংল্যান্ড থাকে চালকের আসনে।

প্রোটিয়াদের দুই ওভারের ধাক্কায় ম্যাচের দৃশ্যপট আবার যায় পাল্টে। রয়ের আউটের পরপরই রুট ফিরে গেলে বিপদে পড়ে ইংল্যান্ড। রয় ৫৪ রান করে আন্দিলে ফেলুকাওয়ের বলে মিড-অফে ধরা পড়েন ফাফ দু প্লেসির হাতে। পরের ওভারে কাগিসো রাবাদার শিকার রুট। প্রোটিয়া পেসারের খাটো লেন্থের বল ঠিকমতো খেলতে না পারায় ৫১ রান করা রুট পয়েন্টে তালুবন্দী হন জেপি দুমিনির।

এবারের বিশ্বকাপে হট ফেবারিট স্বাগতিক ইংল্যান্ড। ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও ‘নম্বার ওয়ান’ ইংলিশরা। আর দক্ষিণ আফ্রিকার রয়েছে র‌্যঙ্কিংয়ের তিনে। ইংলিশরা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও দু দলের মুখোমুখিতে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।

ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ৫৯ বার একে অপরের মুখোমুখি হয়েছে ইংল্যান্ডে ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ইংলিশরা জয় পেয়েছে ২৬টি ম্যাচে আর প্রোটিয়াদেরে জয় ২৯টি। বাকি ৪ ম্যাচের ১টি টাই আর ৩টি ম্যাচ পরিত্যক্ত। শেষ পাঁচ দেখায়ও এগিয়ে প্রোটিয়ারা। ইংল্যান্ডের দুই জয়ের বিপরীতে দক্ষিণ আফ্রিকার জয় তিনটি। বিশ্বকাপের মোট ৬ বারের দেখায় সমানে সমান দুদল। বিশ্বকাপের আসরে দুদলের মুখোমুখিতে ৩ জয় ইংল্যান্ডের ও ৩ জয় প্রোটিয়াদের।

ইংল্যান্ডের একাদশ
জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, জোফরা আর্চার ও আদিল রশিদ

দক্ষিণ আফ্রিকার একাদশ
হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসি (অধিনায়ক), এইডেন মার্করাম, রেসি ভ্যান ডার ডুসেন, জেপি ডুমিনি, ডোয়াইন প্রিটোরিয়াস, আন্দিলে ফেহলুকাওয়ো, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও ইমরান তাহির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here