থেরেসা মে শেষ পর্যন্ত টিকেই গেলেন অনাস্থা ভোটে

0
212

খবর৭১:প্রধানমন্ত্রী থেরেসা মে শেষ পর্যন্ত টিকেই গেলেন অনাস্থা ভোটে। ব্রেক্সিট চুক্তির ভোটাভুটিতে ধরাশায়ী হলেও অনাস্থা ভোটে তিনি বহাল রইলেন।

যদিও এবার মাত্র ১৯ ভোটের ব্যবধানে এ যাত্রায় বেঁচে গেল তার সরকার।
গতকাল বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ৭টায় হাউস অব কমন্সে অনাস্থা ভোটে থেরেসার পক্ষে ভোট দেন ৩২৫ এমপি। আর বিপক্ষে ভোট দেন ৩০৬ এমপি।

গত মঙ্গলবার রাতে ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তিতে এমপিরা না ভোট দেন। তার পরপরই থেরেসার বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব দেন বিরোধী লেবার পার্টিপ্রধান জেরেমি করবিন। কিন্তু সেখানে না ভোট দিলেও অনেকে পরে থেরেসার পক্ষে ভোট দেন। ফলে থেরেসাই থাকলেন প্রধানমন্ত্রী, টরিদের দখলেই থাকল সরকার।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here