থাইল্যান্ডের বিভিন্ন শহরে কুকুরের ভয়ে অস্থির হয়ে উঠেছেন বাসিন্দারা

0
292

খবর৭১:থাইল্যান্ডের বিভিন্ন শহরে কুকুরের ভয়ে অস্থির হয়ে উঠেছেন বাসিন্দারা। বেওয়ারিশ কুকুরের কামড়ে বহু মানুষের রেবিস বা জলাতঙ্ক হয়েছে। চলতি বছর জলাতঙ্কে তিনজনের মৃত্যু হয়েছে। খবর বিবিসি।

কর্তৃপক্ষ বলছে, রাজধানী ব্যাংককসহ সে দেশের ৪০টি প্রদেশে পরীক্ষা চালিয়ে বেওয়ারিশ কুকুরের দেহে তারা জলাতঙ্কের ভাইরাস সনাক্ত করেছেন।

রেবিস ভাইরাস সাধারণত বন্য পশুর দেহ থেকে মানুষের শরীরে সংক্রমিত হয়। প্রয়োজনীয় চিকিৎসা না হলে এতে মৃত্যুর ঝুঁকি থাকে। তবে থাই কর্তৃপক্ষ বলছে, জলাতঙ্কের প্রাদুর্ভাব তাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। সেপ্টেম্বর মাসের মধ্যে এক কোটি কুকুর ও বেড়ালকে জলাতঙ্কের টিকা দেয়ার পরিকল্পনা করা হয়েছে।

থাই পানিসম্পদ বিভাগ বলছে, চলতি বছরের গোড়াতে জলাতঙ্কের ৪শ ঘটনা সম্পর্কে তারা নিশ্চিত হয়েছে। গত বছর একই সময়ের তুলনায় এই সংখ্যা দ্বিগুণ। থাইল্যান্ডে রেবিসের প্রধান বাহক হচ্ছে কুকুর। কিন্তু বিড়াল এবং গরু থেকেও এই জীবাণু ছড়াতে পারে।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here