তেহরানের দুটি পার্টিতে মদ্যপান ও নাচ-গানের আসর থেকে ২৩ জন গ্রেপ্তার

0
372

খবর৭১:ইরানে তেহরানের দুটি পার্টিতে মদ্যপান ও নাচ-গানের আসর থেকে ২৩ জনকে গ্রেপ্তার করেছে সেদেশের ধর্মীয় পুলিশ।

উইন্টার সলস্টিস, অর্থাৎ শীতকালের সবচেয়ে ছোট দিনটিতে এই পার্টির আয়োজন করা হয়।

ইরানে এই উৎসব ‘ইয়াল্ডা’ নামে পরিচিত।
তেহরানের ‘নৈতিক পুলিশ বাহিনীর’ প্রধান কর্ণেল জুলফিকার বার্ফার জানান, এই পার্টিতে যাওয়া লোকজন মদ খেয়ে ফুর্তি করছিল।

ইরানে মদ পানের জন্য শাস্তি হিসেবে ৮০ ঘা পর্যন্ত দোররা মারার বিধান রয়েছে। তবে ইদানিং দোররা মারার পরিবর্তে জরিমানাই বেশি করা হয়।

ইরানে নৈতিক পুলিশের ফার্সি নাম হচ্ছে এরশাদ, অর্থাৎ পথনির্দেশ। নারীরা পর্দা মেনে চলছে কিনা সেটা দেখাও এই পুলিশের কাজ।

যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রয়েছে দুইজন সংগীত শিল্পীও। সেখান থেকে কিছু মদের বোতল ও মাদকও আটক করা হয়েছে।

কর্ণেল বার্ফার জানান, এই পার্টির অনেক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here