তৃতীয় হামলার পরিকল্পনা ছিল নিউজিল্যান্ডের বন্দুকধারীর ব্রেনটনের

0
317

খবর৭১ঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলাকারী সেই ব্রেনটন হ্যারিসন ট্যারেন্টের তৃতীয় আরেকটি স্থানে হামলার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ। কিন্তু তার আগেই তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, আল-নূর ও লিনউড মসজিদে হত্যাযজ্ঞের পর তৃতীয় স্থানে হামলা চালাতে যাচ্ছিল সেই বন্দুকধারী। কিন্তু তার আগেই পুলিশ তাকে সনাক্ত করে ও ধরে ফেলে।

বুধবার সকালে গণমাধ্যমকে এ কথা বলেন দেশটির পুলিশ কমিশনার মাইক বুশ।
এ সময় তিনি হামলাকারীকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করায় পুলিশ কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।

মাইক বুশ বলেন, কোথায় হামলা চালাতে যাচ্ছিলো সে বিষয়ে আমি বিস্তারিত বলছি না।

আমি অন্যদের মানসিকভাবে আঘাত করতে চাই না। তাছাড়া এটা আদালতে বিচারাধীন বিষয়। তবে সে কোথায় হামলা চালাতে যাচ্ছিলো তা আমরা নিশ্চিত হয়েছি। আর পথেই তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
খবর৭১ /জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here