তৃতীয় শ্রেণি পর্যন্ত ‘পরীক্ষা তুলে দিতে’ প্রধানমন্ত্রীর নির্দেশ

0
339

খবর৭১ঃ শিশুদের ওপর থেকে পরীক্ষার চাপ কমাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে সব ধরনের পরীক্ষা তুলে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২০ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকেই এসব পরীক্ষা তুলে দেয়া হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশ কার্যকরে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এক প্রশ্নের জবাবে সচিব জানান, স্কুলে উপস্থিতির হার ও স্কুল থেকে তাদেরকে দেয়া ডায়েরির ওপর প্রতিবেদনের ভিত্তিতে এই তিন শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন করা হতে পারে।

রাজধানীর পিটিআইতে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় এ সংক্রান্ত কর্মশালায় মতামত নেয়া হবে। সেই মতামতের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।

প্রধানমন্ত্রী চূড়ান্ত সম্মতি পেলে আগামী শিক্ষাবর্ষ থেকেই এসব পরীক্ষা তুলে দেয়া হবে বলেও জানান আকরাম-আল-হোসেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here