তুরস্ক দ্রুত সময়ের মধ্যে উত্তর খুঁজে বের করবে: খাশোগির ঘটনায় ট্রাম্প

0
977

খবর৭১ঃমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছন, খাশোগি নিখোঁজের ঘটনায় তুরস্ক দ্রুত সময়ের মধ্যে উত্তর খুঁজে বের করবে।

সোমবার ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সৌদি রাজা সালমানের সঙ্গে দেখা করে নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজের ব্যাপারে আলোচনা করবে।

ট্রাম্প টুইটারে বলেন, সৌদি রাজা প্রথম তার নাগরিকের ব্যাপারে জ্ঞান থাকার বিষয়টি অস্বীকার করে আসছে। তিনি বলেন, তুরস্ক নিকটতম সময়ের মধ্যে উত্তর খুঁজে বের করবে। আমি স্বল্প সময়ের মধ্যে পররাষ্ট্রমন্ত্রীকে সৌদি রাজার সঙ্গে সাক্ষাৎকরার জন্য পাঠাব। খবর আনাদলু

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সোমবার পম্পেও রিয়াদের উদ্দেশে যাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক বিবৃতিতে জানায়, ওয়াশিংটন পত্রিকার কলাম লেখক সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজের ব্যাপারে নিরপেক্ষ তদন্ত করতে হবে।

এদিকে তুরস্কের কূটনৈতিক মিশন জানায়, তুরস্ক-সৌদি যৌথভাবে ২ অক্টোবর জামাল খাশোগির নিখোঁজের বিষয়টি তদন্ত করবে।

তদন্তের বিষয়টি সোমবার তুরস্কের স্থানীয় সময় বিকালে শুরু হবে। গণমাধ্যমে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়।

গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর থেকে নিখোঁজ রয়েছেন রাজপরিবারের সমালোচক ও সাংবাদিক জামাল খাশোগি। কনস্যুলেটে প্রবেশের পর খাশোগিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে।

তুরস্ক দাবি করছে খাশোগিকে কনস্যুলেটের ভেতরেই হত্যা করা হয়েছে। আর এর সব প্রমাণ তুরস্কের হাতে রয়েছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here