তুরস্ককে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

0
343

খবর৭১ঃ যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল জোসেফ ড্যানফোর্ড রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার ব্যাপারে তুরস্ককে সতর্ক করেছেন।

সোমবার (২৫ মার্চ) আটলান্টিক পরিষদে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, তুরস্কের এ পদক্ষেপ আঙ্কারার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। দুই দেশের আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব।

জেনারেল জোসেফ বলেন, তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনলে ওয়াশিংটনের পক্ষে আঙ্কারাকে এফ-৩৫ জঙ্গিবিমান সরবরাহ করা সম্ভব নাও হতে পারে।

তিনি বলেন, আমেরিকা এ ব্যাপারে তুরস্ককে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে।

মার্কিন সেনাপ্রধান বলেন, ইউরোপ ও ইউরেশিয়াসহ অন্যান্য অঞ্চলে আমেরিকার ক্ষমতা খর্ব করতে চায় রাশিয়া এবং এ কারণে দেশটি সামরিক খাতে ব্যয় বাড়িয়েছে। কিন্তু মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য দেশ হিসেবে রাশিয়ার এ পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করা তুরস্কের উচিত হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here