তাৎক্ষণিক তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করে:মোদি সরকার

0
297

খবর৭১:তাৎক্ষণিক তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা নিয়ে আরো এক ধাপ এগিয়ে গেল মোদি সরকার। বৃহস্পতিবার লোকসভায় পেশ করা হয় তালাক বিলটি।

কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এদিন মুসলিম উইমেন (প্রোটেকশন অফ রাইটস অ্যান্ড ম্যারেজ) বিলটি পেশ করেন। কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, ‘এই বিল নারীদের জন্য, ধর্মের জন্য নয়। ‘
যদিও সংসদে দাঁড়িয়ে এই বিলের বিরোধিতা করেন আসাবুদ্দিন ওয়েইসি। তিনি বলেন, এই বিলটি মুসলিমদের মৌলিক অধিকার খর্ব করছে ও তাদের ব্যক্তিগত আইনের সঙ্গে এই বিলের কোনো মিল নেই।

উল্লেখ্য, এই বিল পাশ হওয়ার ফলে মুখের কথায় বা লিখিতভাবে, ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে বা যেকোনো উপায়ে শুধু কয়েকটি শব্দ ব্যবহার করেই স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করা যাবে না। এই বিলে বলা হয়েছে, তিনবার ‘তালাক’ শব্দটি উচ্চারণ করে স্ত্রীকে ডিভোর্স দিলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here