তাসকিনকে ফোন দিয়ে যা বললেন পাপন

0
361

খবর৭১ঃ ইতিমধ্যে বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তাতে ঠাঁই পাননি দেশসেরা স্পিডস্টার তাসকিন আহমেদ। স্বাভাবিকভাবেই মনোক্ষুণ্ন তিনি।

ক্যামেরার সামনে কান্নাও সামলাতে পারেননি তাসকিস। মড়ার ওপর খাঁড়ার ঘা। নির্বাচকদের এসএমএস দিয়ে লবি করার মিথ্যা অপবাদও তাকে সহ্য করতে হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে ফোন দিয়ে খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

ডানহাতি পেসারকে খেলার মাঝে থাকার কথা বলেছেন তিনি। এ ছাড়া আবারও ব্যক্ত করেছেন, ঘরোয়া লিগ ও আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্সের ভিত্তিতে পরিবর্তন করা হবে ক্রিকেট বিশ্বকাপে ১৫ জনের স্কোয়াড।

নাজমুল হাসান বলেন, আমি ওকে খেলার মধ্যে থাকার কথা বলেছি। বলেছি- এখনও সব আশা শেষ হয়ে যায়নি। মন খারাপ করার কিছু নেই। সুযোগ এলে তাকে বিবেচনা করা হবে।

যাই হোক, ঘোষিত হয়ে গেছে বাংলাদেশের স্বপ্নের বিশ্বকাপের স্কোয়াড। আলোচনার তুঙ্গে তাসকিন-ইমরুলের বাদ পড়ার খবরটি। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে তীব্র সমালোচনা।

বিষয়টি নজর এড়ায়নি পাপনের। স্কোয়াড ঘোষণার পরও সেই একই কথার পুরনাবৃত্তি করলেন তিনি। বিসিবি বস বললেন, এখনও দ্বার খোলা আছে ইমরুল-তাসকিনদের জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here