তালোড়া পৌর মেয়রের সঙ্গে মন্দির কমিটির সভাপতির বিরোধের আপোষ মিমাংসা

0
197

আবু রায়হান দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার মেয়র আমিরুল ইসলাম বকুলের সঙ্গে লাফাপাড়া(হিন্দুপাড়া) মন্দির কমিটির সভাপতি রতন চন্দ্র দাসের মন্দিরের জায়গা নিয়ে বিরোধের আপোষ মিমাংসা হয়েছে। গত রোববার দুপচাঁচিয়া ও তালোড়া পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ পৌর মেয়র আমিরুল ইসলাম বকুলের সঙ্গে তালোড়া লক্ষ্মী নারায়ণ ও রাধা কৃষ্ণ মন্দির চত্বরে এ নিয়ে এক আপোষ মিমাংসা বৈঠক বসে। বৈঠকে তালাড়া পৌর এলাকার সাবলা হরিমন্দিরের জায়গা দখল নিয়ে মন্দির কমিটির সভাপতি রতন চন্দ্র দাসের সঙ্গে পৌর মেয়র আমিরুল ইসলাম বকুলের অনাকাংখিত ঘটনায় মেয়র দুঃখ প্রকাশ করেন। সেই সঙ্গে মন্দিরের দুই শতাংশ জায়গা বেদখল রয়েছে তা উদ্ধারে পৌর মেয়র অগ্রণী ভূমিকা পালন করবেন। আপোষের অন্যান্য শর্তমতে রতন চন্দ্র দাস তার দায়েরকৃত মামলা প্রত্যাহার করবেন। সেই সাথে আপোষ মিমাংসার শর্তগুলো উভয়পক্ষ মানার অঙ্গীকারও করেন। আপোষ মিমাংসা বৈঠকে উপস্থিত ছিলেন বগুড়া জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি কল্যান প্রসাদ পোদ্দার, দুপচাঁচিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, তালোড়া পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ প্রসাদ কানু, পৌর কাউন্সিলর সাবু প্রামানিক, গ্রামবাসী ভানু চন্দ্র দাস, শ্যামল চন্দ্র দাস, গৌতম শীল প্রমুখ।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here