তালেবানের দখলে সামরিক ঘাঁটি, ১৪ সেনা হত্যা ও ৪০ আটক

0
268

খবর ৭১ঃআফগানিস্তানের ঐতিহাসিক গজনি শহরের দখল নিয়ে পঞ্চম দিনের মতো সংঘর্ষ চলছে। সর্বশেষ মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশের একটি সামরিক ঘাঁটি দখল করেছে নিয়েছে তালেবানরা।

ঘাঁটি দখল করার পর সেখানে থাকা প্রায় ৪০ জন সেনা সদস্যকে বন্দি করেছে তারা। এ সময় তালেবানরা বহুসংখ্যক ট্যাংক ও গোলাবারুদের নিয়ন্ত্রণ নিয়েছে।

আফগানিস্তান সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়ে ইরানি গণমাধ্যম আইআরআই।

ফারিয়াব প্রদেশের গভর্নর মুহাম্মাদ তাহির রাহমানি জানিয়েছেন, রোববার থেকে তালেবান চেনাহিয়া সামরিক ঘাঁটিতে হামলা শুরু করে এবং মঙ্গলবার এসে তা দখলে নিতে সক্ষম হয়।

তিনি বলেন, আমরা ঘাঁটিতে প্রবেশ করতে পারিনি। ঘাঁটির বড় অংশ এখনো তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। ঘাঁটি দখলের লড়াইয়ে তালেবানের হাতে ১৪ সেনা নিহত ও কয়েক ডজন আহত হয়েছে।

প্রদেশের আরেকজন কর্মকর্তা বলেছেন, সংঘর্ষের সময় ৪০ সেনাকে আটক করেছে তালেবান। তিনি জানান, ওই সংঘর্ষে ৩০ জন তালেবান নিহত হয়েছে।

গত সপ্তাহে আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গজনি শহরে ভয়াবহ সংঘর্ষের পর ফারিয়াব প্রদেশে সামরিক ঘাঁটি দখলের খবর বের হলো। গজনি শহরের সংঘর্ষে অন্তত ১০০ পুলিশ ও সেনা এবং ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here