তালেবানদের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল আফগান সরকার

0
263

খবর ৭১ঃআফগান সরকার তালেবান যোদ্ধাদের সঙ্গে ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে। সরকারের ঘোষণা করা বাড়তি যুদ্ধবিরতি মেনে চলতে তালেবানের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গণি।

যুদ্ধবিরতির ধারাবাহিকতায় তিনি শান্তি আলোচনায় বসতেও তালেবানের প্রতি আহ্বান জানান। তালেবানের সঙ্গে পূর্ণাঙ্গ আলোচনায় বসতে সরকার প্রস্তুত রয়েছে বলে জানান প্রেসিডেন্ট আশরাফ গণি। এছাড়া, চলমান যুদ্ধবিরতির মাঝে তালেবান সদস্যরা সরকারের নানা সহায়তা ও চিকিৎসা সেবা পাবে বলেও তিনি ঘোষণা দেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আফগান সরকার এক সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করে। পরে তালেবানও নিজেদের মতো করে যুদ্ধবিরতির ঘোষণা দেয় এবং ঈদের দিন তালেবান যোদ্ধাদেরকে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে কোলাকুলি করতে এবং সেলফি তুলতে দেখা গেছে।

এদিকে শনিবার যুদ্ধবিরতির মধ্যেই নানগারহার প্রদেশে তালেবান ও সরকারি কর্মকর্তাদের এক জমায়েতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তালেবান গেরিলা রয়েছে। হামলার দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here