তালা ঘোষনগর লোকনাথ মন্দিরে উল্টো রথযাত্রা

0
280

তালা অফিসঃ
সাতক্ষীরার তালার ঘোষনগর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী শান্তি নিকেতন মন্দির কমিটির আয়োজনে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় গংগারামপুর অবলা কুঠির থেকে উল্টো রথযাত্রা শুরু করে ঘোষনগর মন্দিরে গিয়ে শেষ হয়। উল্টো রথযাত্রায় মন্দির কমিটির সভাপতি যুগোল কিশোর দে এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য প্রকাশ দালাল-এর সার্বিক পরিচালনায় তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জয়ন্ত পাল, নারান কুমার পাল, অরুন পাল, অশোক হোড় উপস্থিত ছিলেন। এরআগে প্রথম দিনে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, রথযাত্রার শুভ সূচনা করেন।
রথযাত্রা ও আটদিনব্যাপী মেলা উপলক্ষে প্রশাসনের পাশাপাশি তালার হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া উপজেলার গোপালপুর কালিবাড়ী মন্দিরে, জালালপুর, রথখোল ও মাগুরায় যথাযথভাবে উল্টো রথযাত্রা পালিত হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা যাতে নির্বিঘ্নে হয় এজন্য রথমেলা এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here