তালায় শিক্ষার মান উন্নয়ন পরীক্ষায় সংকট সমাধান প্রেক্ষিত শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
672

সেলিম হায়দার, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় তালায় “শিক্ষার মান উন্নয়ন এবং পাবলিক পরীক্ষায় সংকট ও সমাধান প্রেক্ষিত তালা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উত্তরণ আইডিআরটিতে তালা প্রেসক্লাবের উদ্যোগে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু।
তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন তালা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা, তালা উপজেলা শিক্ষা অফিসার মোঃ অহিদুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, অধ্যক্ষ রামপ্রসাদ দাস, অধ্যক্ষ হাফিজুর রহমান, উপাধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ ইমান উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, মিজানুর রহমান, সঞ্জয় কুমার মন্ডল, দেবব্রত কুমার, দোবাশীষ কুমার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, সহকারী অধ্যাপক রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনন্দ মোহন হালদার, সাধারণ সম্পাদক মুকুন্দ রায়, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি শেখ শফিউল্লাহ, সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রব পলাশ, সাধারণ সম্পাদক খন্দকার ইমরান আহমেদ, প্রাক্তন প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, এম ময়নুল ইসলাম, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক শেখ ইয়াকুব আলী, জাসদের কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমানসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here