তালায় শনিবার বিকাল ৫টায় জগন্নাথ দেবের রথযাত্রা শুরু

0
254

সেলিম হায়দার :
২৯শে আষাঢ় ১৪২৫ বাংলা,১৪ই জুলাই ২০১৮শনিবার। নবসাজে সেজে উঠছে সাতক্ষীরার তালার মাঝিয়াড়ায় সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির । প্রতি বছরের ন্যায় এবারও উৎসবমুখর আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত হবে। সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির আয়োজনে আগামী ১৪ জুলাই শনিবার এই রথযাত্রা। রীতিমাফিক সেদিন সুসজ্জিত চামর দোলানো রথে চড়ে মাসির বাড়িতে যান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
সাতদিন পর ফের একইভবে ফিরে আসেন তাঁরা। রথের রশি টানতে রাস্তায় হাজারও ভক্তদের ঢল নামে। রোববার ২২ জুলাই উল্টো রথযাত্রার মধ্যদিয়ে এ রথযাত্রার সমাপ্তি ঘটবে।
সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের সভাপতি উদয় সাধু ও সাধারন সম্পাদক শ্যামল চৌধুরী জানান,শনিবার ১৪ জুলাই(ইসকন অনুমোদিত নমহট্ট)তালার মাঝিয়াড়া সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির থেকে বিকাল ৫টায় রথযাত্রা শুরু হয়ে গোপালপুর কালী মন্দির ঘুরে মোবারাকপুর শ্রী শ্রী রাধা গোবিন্দরে এসে শেষ হবে।
রোববার ২২ জুলাই বিকাল সাড়ে ৪টায় একই ভাবে উল্টো রথযাত্রার মধ্যদিয়ে এ রথযাত্রার সমাপ্তি ঘটবে।তিনি আরো জানান, রথযাত্রা উপলক্ষে সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দরে মন্দিরে সাতদিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here