তালায় মাংস প্রক্রিয়াকারী ও বিক্রেতাদের প্রশিক্ষণ

0
198

সেলিম হায়দা:
সাতক্ষীরার তালা প্রাণিসম্পদ অফিস কার্যালয়ে মাংস প্রক্রিয়াকারী ও বিক্রেতাদের এক প্রশিক্ষণ রবিবার সকালে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে মাংস প্রক্রিয়াকারী ও বিক্রেতাদের প্রশিক্ষণ প্রদান করেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সনজয় বিশ্বাস।
এ সময় তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, প্রাণিসম্পদ অফিসের ভিএসএফ শেখ সালাউদ্দীন, মোঃ রাকিবুজ্জামানসহ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে একইদিন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে আসন্ন কোরবানী ঈদ উপলক্ষে ষ্টেক হোল্ডারেদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সনজয় বিশ্বাস।
এ সময় তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, প্রাণিসম্পদ অফিসের ভিএসএফ শেখ সালাউদ্দীন, মোঃ রাকিবুজ্জামানসহ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং ষ্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here