তালায় নিন্মমানের লাল স্বর্ণা ধান বীজে কৃষকরা ক্ষতিগ্রস্থ

0
248

সংবাদ প্রকাশে জেলা কৃষি কর্মকর্তার তদন্তে সত্যতা ॥ কৃষকদের ক্ষতিপূরণ দিতে ডিলারদের নির্দেশ
সেলিম হায়দার :
সাতক্ষীরার তালায় লাল স্বর্ণার নিন্মমানের ধান বীজে ক্ষতিগ্রস্থ কৃষকদের নিয়ে পত্রিকান্তে সংবাদ প্রকাশে জেলা কৃষি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম বুধবার দুপুর ১২ টার দিকে তিনি তালা উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলে খবরের সত্যতার পান। এরপর সংশ্লিষ্ট ডিলারদের ডেকে কৃষকদের বিঘা প্রতি ২ হাজার টাকা ক্ষতি পূরণ দেওয়ার নির্দেশ দেন। এরপর বিকেলে সাংবাদিকেদের সাথে মত বিনিময়কালে খবরের সত্যতার বিষয়টি নিশ্চিত করে স্থানীয় কৃষি কর্মকর্তাদের দায়িত্ব পালনে আরো যতœবান হওয়ার পরামর্শ দেন।
প্রসঙ্গত,তালা উপজেলার আগোলঝাড়া,শাহপুরসহ বিস্তীর্ণ এলাকায় কৃষকরা আমন আবাদ করতে স্থানীয় বাজার থেকে লাল স্বর্ণা ধান বীজ কিনে বীজ তলা করেন। এরপর রোপন উপযোগী হলে বীজতলার চারায় আবাদের মাত্র ১৫/১৭ দিনের মধ্যে গাছে শীষ (ফুলে যাওয়ায়) গজানোয় উৎপাদন নিয়ে রীতিমত সংকটে পড়েছেন তারা। তাদের আশংকা অল্প দিনে ফুলে যাওয়ায় কোনভাবেই কাংখিত উৎপাদন সম্ভব না।
এব্যাপারে তালা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রথমত এমন ধরণের নিন্মমানের বীজ বিক্রয়ের কোন খবর নেই বলে জানালেও পরে ক্ষত্রিগ্রস্থ কৃষকরা তাকে বিষয়টি লিখিতভাবে জানালে কৃষকদের প্রতি খারাপ আচারণ করেন তিনি।
এব্যাপারে উপজেলার ভায়ড়া এলাকার সংশ্লিষ্ট বীজ বিক্রেতা হায়দার আলী মহলদারের নিকট জানতে চাইলে তিনি বলেন,এটা গ্রাম ভিত্তিক বীজ তার জানামতে বীজটি ভাল বলে মনে হওয়ায় তিনি নিজেও লাল স্বর্ণা আবাদ করেছেন। নিজেও ক্ষতিগ্রস্থ হয়েছেন। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। গ্রাম ভিত্তিক বীজ হলে লাল স্বর্ণা নাম দিল কে?এমন প্রশ্নে সাংবাদিকদের কোন সদুত্তদর দিতে পারেননি তিনি।
এব্যাপারে তালা উপজেলার ক্ষতিগ্রস্থ শাহপুর এলাকার আজিজ গোলদার,মুজিবর রহমান,মোহাম্মদ শেখ,আঃ মান্নান জানান,তারাপ্রায় ১৫ বিঘা জমিতে লাল স্বর্ণা বীজ কিনে ধানের বীজতলা তৈরী করেছিলেন। তাদের সকলেরই অবস্থা একই। সবার ক্ষেতে ১৫/১৭ দিনের মধ্যে ফুঁলে গেছে। এমন অবস্থায় তাদের আশংকা,মৌসুমী ফসল ধানের আবাদে তারা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। কৃষকরা সাংবাদিকদের নিকট অভিযোগ করলে কৃষকদের পক্ষে পত্রিকান্তে সংবাদ প্রকাশিত হওয়ায় তালা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।
সর্বশেষ বিভিন্ন পত্রিকায় এনিয়ে সংবাদ প্রকাশিত হলে সাতক্ষীরা জেলা কৃষিকর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম বুধবার বেলা ১২ টার দিকে তালা উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলেন। এসময় ডিলারদের বীজ বিক্রয়ের বিষয়টির সত্যতা মেলে। কৃষিবিদ নূরুল ইসলাম সাংবাদিকদের প্রতি সন্তোষ প্রকাশ করে ডিলারদের কৃষক প্রতি ২ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়ে চলে যান।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here