তালায় দক্ষিণ-পশ্চিমা লের পরিবেশ বিপর্যয় ও জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা

0
230

সেলিম হায়দার: সাতক্ষীরার তালা উত্তরণ আইডিআরটিতে বৃহস্পতিবার সকালে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অ লের জলাবদ্ধতা জনিত পরিবেশ প্রতিবেশের বিপর্যয়ের প্রেক্ষিতে সরকার গৃহিত পানি ব্যবস্থাপনা প্রকল্প দ্রুত বাস্তবায়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উত্তরণ পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বে-সরকারী সংস্থা উত্তরণের আয়োজনে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম এবং কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক হাসেম আলী ফকির এবং প্রকল্প সর্ম্পকে অবহিত করেন উত্তরণের প্রকল্প কর্মকর্তা জাহিন শামস সাক্ষর। এ সময় তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, নগরঘাটা ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু, সাংবাদিক মিজানুর রহমান, ইয়ারব হোসেন, কাজী শহিদুক হক রাজু, তালা প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ার্দার, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ঈমান আলী, উপজেলা পানি কমিটির সভাপতি এম ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান,অচিন্ত্য সাহা, সেখ ইয়াকুব আলী, মোঃ সফিকুল ইসলাম, নুরুল হুদা, শেখ সাদেক হোসেন, শহীদুল ইসলাম, মঞ্জুয়ারা খালেক, গুলশান আরা, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, তালা সদরের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ রামপ্রসাদ দাশ, সাংবাদিক আশরাফ আলী, গাজী জাহিদুর রহমান, আলাউদ্দীন সোহাগ, মোঃ আব্দুল আজিজ, খায়রুল ইসলাম, মিজানুর রহমান, ¯েœহেন্দু বিকাশ, উত্তরণ কর্মকর্তা দিলীপ কুমার সানা, নাজমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে কেন্দ্রীয় পানি কমিটির এক সভা তালা উত্তরণ আইডিআরটিতে অনুষ্ঠিত হয়। সভায় সরকার গৃহিত পানি ব্যবস্থাপনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য উপজেলা পানি কমিটি ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হয়।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here