তালায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ

0
401

সেলিম হায়দার : সাতক্ষীরা তালায় তিন দিনব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৮ শেষ হয়েছে বুধবার দুপুরে। তালা সরকারি কলেজের হলরুমে সোমবার (২৬ ফেব্রæয়ারি ) সকালে এ মেলা শুরু হয়।

তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

সাতক্ষীরা জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, একাডেমি সুপার ভাইজার প্রভাস কুমার দাশ, শিক্ষক হাফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্তাবধায়নে তালা উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।

এবার মেলার প্রতিপাদ্য ছিল “মেধাই সম্পদ,বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ”। মেলায় ২২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং তাদেরকে পুরস্কৃত করা হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here