তালায় ওয়ান ডে ওয়ান ওয়ার্ড বিষয়ক শিক্ষকদের সাথে মতবিনিয় সভা

0
297

সেলিম হায়দার, তালা(সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালায় ওয়ান ডে ওয়ান ওয়ার্ড বিষয়ক শিক্ষকদের সাথে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার সকালে শিল্পকলা একাডেমীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক (অতিরিক্ত সচিব) উপ-আনুষ্ঠিনিক শিক্ষা ব্যুরো বাংলাদেশ তপন কুমার ঘোষ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শেখ মোস্তাফিজুর রহমান। উপজেলা সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন,সহাকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাবুল আক্তার,উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওবায়দুল্লাহেল আসলাম,আলমগীর হোসেন,মিজানুর রহমান,দেবাশীষ দাস,সচীন্দ্র নাথ বিশ্বাস,প্রধান শিক্ষক সূর্য্য পাল,এসএম লিয়াকত হোসেন,সোহরাব হোসেন,আব্দুর রাজ্জাক প্রমুখ।
এসময় উপজেলার ২১১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদ্বয় উপস্থিত ছিলেন।
অতিরিক্ত সচিব তপন কুমার ঘোষ প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন,প্রতিদিন স্কুলে শিক্ষার্থীদের একটি করে নতুন নতুন শব্দ ও শুদ্ধ উচ্চারণ ,শব্দার্থ বাক্যে ব্যবহার শিখাতে হবে এবং নৈতিকতার উপর গুরুত্বরোপ করতে হবে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here