তালায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণ

0
255

খবর৭১,সেলিম হায়দার : স্বামীকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণ করে আটকে রেখেছে এমন অভিযোগে হোসনেয়ারা বেগম নামের এক গৃহবধূ তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। তিনি সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামের শহিদুল গাজীর স্ত্রী। মঙ্গলবার (৩ জুলাই) সকাল ১০টায় তালা প্রেসক্লাবে স্বামী শহিদুল গাজীর (৪০) সন্ধান চেয়ে তিনি উক্ত সংবাদ সম্মেলন করেন। এ সময় শহিদুল গাজীর পিতা আরশাদ আলী গাজী, মাতা রহিমা বেগম, দু’ছেলে মাজেদুল (১৮) ও মাহমুদুল (২ বছর ৬ মাস) এবং একমাত্র কন্যা আম্বিয়া (১০) উপস্থিত ছিলেন। তবে পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে তার স্বামীর সাথে আপন চাচাত ভাইদের দ্বন্দ্ব ছিল বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার স্বামী ও শ্বশুরের সাথে চাচাতো ভাই মৃত জোবান গাজীর দু’পুত্র সবুর গাজী ও হাকিম গাজীর সাথে ৩ বিঘা জমি নিয়ে প্রায় ২ বছর ধরে বিরোধ চলে আসছিল। গত ১লা জুলাই রাত অনুমান ৮টার দিকে মাছিয়াড়ার পাঁচমাথা নামক স্থান থেকে র‌্যাব-৬ এর পরিচয় দিয়ে মাইক্রোবাসে সাদা পোশাকের ৪/৫ জনের একটি দল তুলে নিয়ে যায়। পরবর্তীতে র‌্যাব-৬ (খুলনা),সাতক্ষীরা র‌্যাবের অফিস,ডিবি অফিস ও তালা থানায় খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে তার শ্বশুর (শহিদুল গাজী পিতা) আরশাদ আলী তালা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং ৭৪,তারিখ ০২.০৭.২০১৮ ইং। এদিকে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা শহিদুলকে গুম করতে পারে বলে তার পরিবারের অভিযোগ। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে তার স্বামীর সন্ধান পেতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীসহ স্থানীয় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here