তালার শহীদ আলী আহম্মেদ সরকারি বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষায় ফল বিপর্যয়: আশংকা জেঁকে বসেছে

0
213

তালা প্রতিনিধিঃ
সাতক্ষীরা তালার শহীদ আলী আহম্মেদ সরকারি বালিকা বিদ্যালয়ে দশম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় মারাত্নক ফল বিপর্যয় হয়েছে। বিদ্যালয়ের ৯১ জন পরীক্ষার্থীর পাশ করেছে মাত্র ৭ জন। আসন্ন এস এস সি পরীক্ষার আগে পরীক্ষার্থীদের প্রস্তুতির এমন বেহাল চিত্র বিদ্যালয়ের সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরকেও নানাভাবে প্রশ্ন বিদ্ধ করেছে। এমন পরিস্থিতিতে তাদের মূল পর্বের পরীক্ষায় উত্তীর্ণের ব্যাপারে সকলের মধ্যে এক প্রকার ভীতির জন্ম দিয়েছে।
বিদ্যাপীঠটির সংশ্লিষ্ট সূত্র জানায়,উপজেলা সদরে অবস্থিত তালা শহীদ আলী আহম্মেদ সরকারি বালিকা বিদ্যালয়ে চলতি বছর দশম শ্রেণির ৯১ জন ছাত্রী তাদের নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়। তবে অত্যন্ত পরিতাপের বিষয় এবার তাদের মাত্র ৭ জন ছাত্রী বার্ষিক(টেস্ট) পরীক্ষায় কৃতকার্য হয়েছে।
এদিকে পরিস্থিতি সামলাতে বিদ্যালয় কতৃপক্ষ অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মঙ্গলবার সকালে অভিভাবক সমাবেশ করেছে। এতে অকৃতকার্য পরীক্ষার্থীদের নিয়ে আলাদা কোচিং ও মূল্যায়ন পরীক্ষার ভিত্তিতে ফরম পূরণের সিদ্ধান্ত নিয়েছেন,কতৃপক্ষ। এ জন্য তারা অভিভাবকদের প্রতি বাড়িতে সন্তানদের উপর বাড়তি নজরদারির আহ্বান জানান।
সর্বশেষ টেস্টে ফল বিপর্যয়ে শিক্ষার্থীসহ অভিভাবকমহলে নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। এজন্য তারা শিক্ষকদের আরো যতœবান হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।
এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, শিক্ষকদের অবহেলায় এমন ফলাফল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। শিক্ষকরা শিক্ষার্থীদের প্রতি মনোযোগী হলে এমনটা হতনা।
সংশ্লিষ্ট বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বদরুজ্জামান জানান, শিক্ষক সংকট ও শিক্ষার্থী অনুপস্থিতির কারণে রেজাল্ট খারাপ হয়েছে। তবে তিনি গত দশ বছরে স্কুলের রেজাল্ট ভালো বলে দাবী করেছেন।
এব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার এ প্রতিনিধিকে জানান,পরীক্ষার পূর্বে আগামী ৩ মাস ছাত্রীদের বিশেষ কোচিংয়ের মাধ্যমে উপযোগী করে গড়ে তোলা হবে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here