তার দেশের সম্পদ লুট করে নিতে চান সৌদি আরব:শেখ আবদুল্লাহ বিন আলি আল-থানি

0
312

খবর৭১:কাতারের রাজ পরিবারের সদস্য শেখ আবদুল্লাহ বিন আলি আল-থানির দাবি, তার দেশের সম্পদ লুট করে নিতে চান সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের দু’জন যুবরাজ। গত শুক্রবার এক অডিও বার্তায় সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান ও আমিরাতের যুবরাজ মুহাম্মদ বিন জায়েদকে এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, কিছুদিন ধরে আমিরাতে ‘আটক’ থাকার পর কুয়েতে যাওয়ার পরপরই চিকিৎসার জন্য শেখ আবদুল্লাহ বিন আলি আল-থানিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় অডিও এক বার্তায় তিনি দাবি করেন, ওই দু’জন যুবরাজ কাতারের সম্পদ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

তিনি আরো বলেন, আমিরাতে আমাকে আটকে রাখায় নিজের দেশে এতোদিন ফিরে যেতে পারিনি। এমনকি তিনি পরিবারের সঙ্গেও কথা বলতে পারেননি বলেও দাবি করেন।

আল-থানি দাবি করেন, মুহাম্মদ বিন জায়েদ ও মুহাম্মদ বিন সালমানের গোপন উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যেই উপসাগরীয় সঙ্কট তৈরি করা হয়েছে। কাতারের ধন-সম্পত্তি ছিনিয়ে নিতেই সঙ্কটটি তারা সৃষ্টি করেছেন।

ওই বার্তায় উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে লড়াইয়ের অবসান ঘটানোর অনুরোধ করেন তিনি। তার দাবি, আমরা এক জাতি।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here