তারেককে ফেরাতে বাধা নাই: শফিক আহমেদ

0
347

খবর৭১: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করলেও তাকে দেশে ফেরাতে বাধা হবে না বলে জানিয়েছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি বলেন, ‘ব্রিটিশ নাগরিক হলেও বাংলাদেশি নাগরিক থাকা অবস্থায় তিনি অপরাধ করেছেন এবং সে অপরাধে বিচার হয়ে রায় হয়েছে।’

মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নিজ চেম্বারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পাসপোর্ট জমা দিলেই নাগরিকত্ব চলে যায় কিনা তার জবাবে ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, ‘উনি (তারেক রহমান) ভিসা নিয়ে গিয়েছিলেন। সেই ভিসার একটি মেয়াদ আছে। সেই ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে তিনি সেখানে কীভাবে থাকছেন তা নিয়ে কিন্তু প্রশ্ন এসে যায়। সেজন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেছেন যে, উনি পাসপোর্ট জমা দিয়েছেন। এখন বলা যেতে পারে এর উদ্দেশ্য কি? হতে পারে, তিনি মেয়াদ বৃদ্ধির জন্য পাঠিয়েছেন অথবা পাসপোর্ট সারেন্ডার (ত্যাগ) করেছেন। এ সম্পর্কে আমার মনে হয় আরও কিছু তথ্য দরকার। সত্যতা যাচাই করা দরকার, উনি কি ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন কিনা এবং সেই প্রেক্ষিতেই বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন কিনা। সেটা এখন জানার বিষয়।

সংশ্লিষ্ট বিষয়ে আইনি ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন, ‘পাসপোর্টে একটি মেয়াদ থাকে। মেয়াদ শেষ হলে পাসপোর্ট ইস্যু করবে কে? বাংলাদেশ সরকার থেকেইতো পাসপোর্ট নিয়েছে, তো ব্রিটিশ সরকারের পাসপোর্ট ইস্যু করবে না। সেই ক্ষেত্রে উনি (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) হয়ত প্রিজাম্পশন (ধারণা) করেছেন। এটাতো ধারণা হয় যে, বাংলাদেশে উনার (তারেক রহমান) নাগরিত্ব নেই সেটা দেখাতেই ব্রিটিশ সরকারকে পাসপোর্ট দিয়েছেন। সুতরাং সেই পাসপোর্ট তিনি কেন দিলেন, সেটি কিন্তু প্রশ্নের বিষয়।’

তিনি আরও বলেন, ‘পাসপোর্ট জমার মাধ্যমে এখন তিনি বাংলাদেশের নাগরিকত্ব বর্জন এবং বৃটিশ নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা তা দেখার বিষয়। এটি না জেনে আমাদের মনে হয় কোনো মন্তব্য করা ঠিক হবে না।’

যদি ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে থাকেন সেক্ষেত্রে তার স্ট্যাটাস কি হবে জানতে চাইলে সাবেক এই মন্ত্রী বলেন, ‘যদি বাংলাদেশের পাসপোর্ট জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে তিনি আর এ দেশের নাগরিক থাকবেন না। তবে নাগরিকত্ব বর্জনের বিষয়টি এখনো জানার বিষয়। এটি একটি আলোচনার বিষয়। এ বিষয়ে পরিষ্কার ধারণা আসবে যদি ব্রিটিশ সরকার থেকে বিবৃতি দেয়। আর বাংলাদেশ সরকার যদি তদন্ত করে এই বিষয়টি নিয়ে পরিষ্কার একটি ধারণা দেয় তবে বিষয়টি স্পষ্ট হবে।’
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here