তাবলিগ জামায়াতের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া

0
217

খবর৭১:রাজধানীর বিমানবন্দর সড়কে তাবলিগ জামায়াতের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। দুই গ্রুপ মুখোমুখি অবস্থান করছে। এক পক্ষ সড়কের একপাশে অবস্থান নিয়েছে। অপর পক্ষ টঙ্গীর আব্দুল্লাহপুরে অবস্থান নিয়েছে।

শনিবার (১ ডিসেম্বর) ফজরের নামাজের পর থেকেই তারা অবস্থান নিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল সাড়ে ১০টা) তাদের অবস্থান অব্যাহত আছে। এতে উত্তরাগামী বিমানবন্দর সড়কে ধীরগতিতে যান চলাচল করছে। এ কারণে মহাখালী থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

উত্তরা জোনের ট্রাফিকের সহকারী কমিশনার জুলফিকার জানান, ফজরের নামাজের পর এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মাঝে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।

মহানগর পুলিশের বিমানবন্দর জোনের সহকারী কমিশনার মিজানুর রহমান বলেন, ‘দুই পক্ষের লোকজন বিমানবন্দর গোল চত্তর ছাড়াও আবদুল্লাহপুর এলাকা ও আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। কিছুটা ধাওয়া পাল্টা ধাওয়া, শ্লোগানও হয়েছে। দুই পক্ষকে বোঝানোর চেষ্টা চলছে।’
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here