তফসিল পেছানোর দাবিতে আজ ইসিতে যাচ্ছে ঐক্যফ্রন্ট

0
395

খবর৭১:ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা জাতীয় নির্বাচনের ঘোষিত তফসিল এক মাস পেছানোর দাবি নিয়ে বিকাল সাড়ে ৩টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন।

আজ বুধবার নির্বাচন কমিশনে জাতীয় ঐক্যফ্রন্ট ওই দাবির পাশাপাশি নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা, সারা দেশে গায়েবি মামলা, গ্রেফতার-হয়রানি ছাড়াও ইভিএম ব্যবহার না করার বিষয়ে মতামত তুলে ধরবে।

নির্বাচন কমিশনে যাওয়ার বিষয়টি অবহিত করার জন্য মঙ্গলবার দুপুরে একটি চিঠি নিয়ে ফ্রন্টের নেতা শহীদ উদ্দিন মাহমুদ স্বপন নির্বাচন কমিশনে যান। এরপর তাদের দাবির প্রেক্ষিতে বিকাল সাড়ে ৩টায় প্রধান নির্বাচন কমিশনার ঐক্যফ্রন্ট নেতাদের সাক্ষাতের সময় দেওয়া হয়।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here