তথ্য প্রযুক্তির এ যুগে ইংরেজি ভাষার কোন বিকল্প নেই —- প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী

0
356

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)’র আয়োজনে ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ জানুয়ারি সকালে আইকিউএসি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. কে এম আব্দুস ছোবহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন ভারতের হায়দারাবাদ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক অশোক কুমার হুই। কর্মশালায় প্রধান অতিথি’র বক্তৃতায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, ইংরেজি ৫৩টি দেশের অফিসিয়াল ভাষা। তথ্য প্রযুক্তির এ যুগে ইংরেজি ভাষার কোন বিকল্প নেই। তিনি বলেন, গবেষণার ক্ষেত্রে ইংরেজির গুরুত্ব অনেক। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ইংরেজি ব্যবহৃত হচ্ছে। ভাইস চ্যান্সেলর বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে দক্ষতা সম্পন্ন অনেক শিক্ষক আছেন। আশারাখি তাঁরা এ দক্ষতা কাজে লাগিয়ে শিক্ষার মাধ্যমে ইংরেজির প্রসার ঘটাবেন। বিশেষ অতিথির বক্তৃতায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন, ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা। এ ভাষার উপর সকলের দক্ষতা প্রয়োজন। আশারাখি এ কর্মশালার মধ্যদিয়ে কর্মশালায় অংশগ্রহণকারীরা আরও দক্ষ হবেন। এ কর্মশালায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here