ঢাবির শিক্ষক সমিতির নির্বাচনঃ ১৫টির মধ্যে ১৪টিতেই জয়ী নীল দল

0
491
ঢাবির শিক্ষক সমিতির নির্বাচন
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে ১৪টি পদেই জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত নীল দল।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২০ সালের কার্যকরী পরষিদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ১৫টি পদে বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোটে ১৫টি পদের মধ্যে সাদেকা হালিম ছাড়া ১৪টি পদেই জিতেছে নীল দল।

গঠনতন্ত্র অনুযায়ী প্রতিবছরই শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগ সমর্থিত নীল দল ও বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের মধ্যে। তবে, এবার নির্বাচনে অংশ নেয়নি বামপন্থী শিক্ষকদের সংগঠন গোলাপী দল।

নীল দলের হয়ে এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শিক্ষক সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল। অন্যদিক, সাদা দলের প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রাণ রসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক লায়লা নূর ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here