ঢাবির রোকেয়া হলের সামনে ছাত্রীদের অবস্থান

0
228

খবর৭১ঃ নিরাপদ ক্যাম্পাস দাবি ও কোটা সংস্কার আন্দোলনের নেতাদের ওপর হামলার প্রতিবাদে আন্দোলনকারী ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে অবস্থান নিয়েছেন।

বৃহস্পতিবার কোটা আন্দোলনসহ বিভিন্ন দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তাদের অবস্থান নেয়ার কথা থাকলেও আগে থেকেই বহিরাগতরা সেখানে অবস্থান করে।

রোকেয়া হলের সামনে অবস্থান নেয়া উইমেন অ্যান্ড জেন্ডার বিভাগের মাস্টার্সের ছাত্রী মৌসুমী বলেন, মিছিল নিয়ে বের হওয়ার সময় লাইব্রেরির সামনে আমাদের হয়রানি করা হয়। আমাদের শান্তিপূর্ণ মিছিলে এ ধরনের হয়রানি সত্যিই আশ্চর্যজনক।

এর আগে বুধবার রাতে রোকেয়া হল, শামসুন্নাহার হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে বিক্ষোভ মিছিল করেন সাধারণ ছাত্রীরা।

ওই সময় ছাত্রীরা বৃহস্পতিবার সকাল ১০টায় টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।

সকালে রোকেয়া হলের কিছু ছাত্রী এ কর্মসূচিতে অংশ নেয়ার সুযোগ পেলেও ছাত্রলীগের বাধার মুখে পড়েন অন্য হলের ছাত্রীরা। শামসুন্নাহার হলের ছাত্রীরা অভিযোগ করেন, ছাত্রলীগ তাদের কাউকেই বের হতে দেয়নি।

তবে পরবর্তী সময় বিভিন্ন হলের ছাত্রীরা বিচ্ছিন্নভাবে রোকেয়া হলের ছাত্রীদের সঙ্গে যোগ দেন।

এদিকে সকাল সাড়ে ৯টা থেকে রাজু ভাস্কর্যে অবস্থান নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে বেলা ১১টার দিকে সেখানে সাধারণ শিক্ষার্থীবৃন্দ ব্যানারে তারা মানববন্ধন করে। এতে আন্দোলনের নামে ক্যাম্পাসে অস্থিতিশীলতার প্রতিবাদ জানানো হয়।

এ ছাড়া কোটা আন্দোলনের নেতা মসিউর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে অপরাজেয় বাংলায় মানববন্ধন করেছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। মসিউর এ বিভাগেরই ছাত্র।

শিক্ষার্থীরা বলেন, আমরা মসিউরকে ক্লাসে দেখতে চাই। পাশাপাশি কোটা আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িতদের বিচারের দাবি জানানো হয়।
খবর৭১/এস;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here