ঢাবিতে প্রজ্ঞাপন চেয়ে বিক্ষোভ

0
278

খবর৭১:সরকারি চাকরিতে বিদ্যমান কোটা বাতিলের জন্য প্রজ্ঞাপন জারির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট ও অবস্থান কর্মসূচি চলছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষেভ মিছিল শুরু হয়।

এতে হাজার হাজার সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী অংশ নিয়েছে।
মিছিল থেকে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, ‘আর নয় কালক্ষেপন দিতে হবে প্রজ্ঞাপন’, ‘হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই’, ‘কোটা দিয়ে কামলা নয় মেধা দিয়ে আমলা চাই’ ইত্যাদি।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

তবে জানা গেছে, ঢাবিতে কিছু কিছু বিভাগে ক্লাস ও পরীক্ষা হচ্ছে। তবে ক্যাম্পাস ছিল অনেকটা ফাঁকা। প্রতিদিনকার কোলাহলে ভাটা পড়েছে।

ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা থেকেও আন্দোলনের খবর পাওয়া গেছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here