ঢাকা-১৭: আন্দালিব রহমান পার্থর ভোট বর্জন

0
259

খবর৭১ঃ ভোট বর্জন করেছেন ঢাকা-১৭ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

তিনি বারিধারায় নিজ বাসায় দুপুর পৌনে ২টায় এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন, সন্ত্রাসীদের কর্তৃক ঢাকা-১৭ আসনের বিভিন্ন কেন্দ্রে বিএনপির এজেন্টদের ভোটকেন্দ্রে মারধর করে তাদের মোবাইল ছিনিয়ে নেয়া হয়েছে।

এছাড়াও তার এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিপক্ষ দলীয় সন্ত্রাসীদের হাত থেকে নারী এজেন্টও রক্ষা পায়নি বলে আক্ষেপ প্রকাশ করেন আন্দালিব পার্থ।

তিনি আরও অভিযোগ করেন, ঢাকা-১৭ আসনের কালাচাঁদপুর হাইস্কুল ভোটকেন্দ্রে আ’লীগের বাবুল কমিশনারের নেতৃত্বে বিএনপির এজেন্টদের ওপর হামলা, মারধর করা হয়েছে।

এসময় তারা এজেন্টদের কাজগপত্র নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

হামলায় আহত অনেক এজেন্টকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পার্থ।

প্রসঙ্গত, ঢাকা-১৭ আসনটি (গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাষানটেকের কিছু অংশ) নিয়ে গঠিত।

এ আসনের আন্দালিব রহমান পার্থর প্রতিদ্বন্দ্বী  আওয়ামী লীগ থেকে মনোনীত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক।

এছাড়াও এই আসনে সিংহ মার্কায় স্বতন্ত্র প্রার্থী তৃণমূল বিএনপির সভাপতি ও বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here