ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশনের দুই কর্মকর্তা অপসারণ

0
489
ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশনের দুই কর্মকর্তা অপসারণ

খবর৭১ঃ
দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামানকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

রোববার ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্রথম কর্মদিবসে তিনি এ অফিস আদেশ জারি করেছেন।

এ প্রসঙ্গে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় যুগান্তরকে বলেন, ‘বিকালে মেয়র মহোদয়ের সঙ্গে আমি অফিস থেকে বের হয়েছি। তখন পর্যন্ত এ বিষয়ে কোনো কিছু জানতে পারিনি। তবে পরে শুনেছি, এমন একটি অফিস আদেশ জারি করা হয়েছে।’

এ প্রসঙ্গে ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার যুগান্তরকে বলেন, ‘সিটি কর্পোরেশনের স্বার্থে এবং জনস্বার্থে আমাকে অপসারণ করা হয়েছে।’

একই বিষয়ে ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান যুগান্তরকে বলেন, ‘খবর পেলাম আমাকে অপসারণ করা হয়েছে। আর কারণ হিসেবে বলা হয়েছে, সিটি কর্পোরেশনের স্বার্থে এবং জনস্বার্থে আমাকে অপসারণ করা হয়েছে।’

অভিযোগ রয়েছে, এই দুই কর্মকর্তা সদ্য বিদায়ী মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের খুবই ঘনিষ্ঠ ছিলেন। বিভিন্ন অনিয়মের মাধ্যমে ডিএসসিসির বিদায়ী মেয়রকে সুবিধা পাইয়ে দিয়েছেন। এছাড়াও তাদের বিভাগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অনিয়ম ও দুর্নীতি করেছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে অপসারিত দুই কর্মকর্তা যুগান্তরকে বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ কী সেটাও আমরা জানি না। আর আমাদেরকে কারণ দর্শানোরও কোন নোর্টিশ করা হয়নি। আর যখন যিনি সংস্থার মেয়র, প্রশাসক বা উর্ধ্বতন কর্মকর্তা থাকেন; তাদের হুকুম মেনে কাজ করতে নিজ পর্যায়ের কর্মকর্তারা বাধ্য থাকেন।

ডিএসসিসির সংশ্লিষ্টরা জানান, সিটি কর্পোরেশনের চাকরি বিধিমালা অনুসরণ করে ডিএসসিসির দুই কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। এখানে আইনের কোন ব্যত্যয় হয়নি। অপসারিত এই দুই কর্মকর্তা তাদের চাকরি জীবনের সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত হবে। দুর্নীতিবাজ অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here