ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কি. মি. যানজট

0
254
খবর৭১;  ঢাকা-টাঙ্গাইল মাহসড়কের মির্জাপুরে শুক্রবার সকালে ৪০ কি. মি. এলাকায় যানজট দেখা গেছে। যানজটের কারণে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
মহাসড়কের কদিমধল্যা, পাকুল্যা, জামুর্কি, নাটিয়াপাড়া, করটিয়া, টাঙ্গাইল বাইপাস, দেওহাটা, ধেরুয়া, সোহাগপাড়া ও ক্যাডেট কলেজসহ অধিকাংশ সড়কের দুই পাশে কাঁচা মাটি ফেলায় এবং ব্রিজ নির্মাণের কাজ করায় এ যানজট সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, সকালে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এই যানজট এখন চন্দ্রা থেকে চৌরাস্তা-গাজীপুর ও চন্দ্রা থেকে বাইপাইল-নবীনগর ও বাইপাইল-আশুলিয়া ও উত্তরা পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
মির্জাপুর থানার ওসি একেএম মিজানুল হক মিজান বলেছেন, মহাসড়কের চার লেনের কাজ এবং প্রবল বৃষ্টির কারণে যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here