ঢাকায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সৈয়দপুরে নয় দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত

0
232

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ
রাজধানীতে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সারাদেশে নিরাপদ সড়ক এবং নয় দফা দাবি আদায়ে সৈয়দপুরের শিক্ষার্থীরাও রাস্তায় নেমেছে। তারা শহরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।
আজ বৃহস্পতিবার সকালে সৈয়দপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্কুল ও কলেজের পোষাক পড়ে ও গলায় পরিচয়পত্র ঝুলিয়ে ব্যানার, ফেস্টুন নিয়ে নয় দফা দাবি আদায়ে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক, বঙ্গবন্ধু সড়ক, বাস টার্মিনাল, শুটকি বন্দর এলাকায় বিক্ষোভ করে।
বুধবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে। তারপরেও আজ সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে নয় দফা দাবিতে বিক্ষোভ করে। বিক্ষুব্ধরা সৈয়দপুর প্রেস ক্লাবের সামনের রাস্তায় মানববন্ধনসহ বঙ্গবন্ধু সড়ক, বাস টার্মিনাল, শুটকিবন্দর এলাকায় অবস্থান নেয়। এ সময় তারা দুই শিক্ষার্থীসহ সারাদেশে সড়ক দূর্ঘটনায় অসংখ্য শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের শাস্তিসহ নয় দফা দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। বিক্ষোভ চলাকালে সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকে যায়। প্রায় দুই ঘন্টা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শেষ হলে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি চলায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ সদস্যরা ছিল সতর্ক অবস্থানে। এদিকে বিক্ষোভ কর্মসূচি শেষ করার আগে শিক্ষার্থীরা জানায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here