ঢাকাকে ইসলামিক ট্যুরিজমের রাজধানী ঘোষণা করলো ওআইসি

0
324

খবর ৭১: ঢাকাকে ইসলামিক ট্যুরিজমের রাজধানী ঘোষণা করলো অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। আগামী এক বছর অর্থাৎ ২০১৯ সালের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর পর্যটন মন্ত্রীরা। সংস্থাটির পর্যটন মন্ত্রীদের দু’দিন ব্যাপী দশম সম্মেলন আজ ঢাকায় শুরু হয়েছে। সোনারগাঁও হোটেলে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একে এম শাহজাহান কামাল, ওআইসি’র মহাসচিব ড. ইউসুফ বিন আহমদ আল-ওথাইমিন এবং সেক্রেটারি জেনারেলসহ ওআইসিভুক্ত ৫৭টি দেশের মধ্যে প্রায় ৩০টি দেশের ১৫ জন মন্ত্রীসহ মোট ৮৫ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের ইসলামিক কালচারাল হেরিটেজভিত্তিক যেসব পর্যটন শিল্প রয়েছে তা বিশ্বের মুসলিম দেশগুলোকে অবহিত করাই সম্মেলনের মূল উদ্দেশ্য। টেকনিক্যাল ট্যুরের মধ্য দিয়ে সম্মেলনটি আগামীকাল শেষ হবে।

এদিকে মে মাসের প্রথম সপ্তায় ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলন। ইতোমধ্যেই সম্মেলনের প্রস্তুতি নিতে শুরু করেছে সরকার। চলমান রোহিঙ্গা সংকট মোকাবেলায় এ সম্মেলন থেকেই কূটনৈতিক তৎপরতা জোরদারের সুযোগ পাবে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১৯৮৩ সালে ঢাকায় প্রথম ওআইসি সম্মেলন হয়েছিলো। সেই সম্মেলনের প্রায় সাড়ে তিন দশক পর অনুষ্ঠিত হচ্ছে এবারের সম্মেলন।

ঢাকায় ওআইসি সম্মেলনের গভীর তৎপর্য রয়েছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সম্মেলনে রোহিঙ্গাদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করবে ওআইসি। বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রী নিজ দেশের অবস্থান ব্যক্ত করবেন রোহিঙ্গা ইস্যুতে। সেখান থেকে একটি রেজ্যুলেশ পাশ হবে। এতে রোহিঙ্গা প্রত্যাবাসন আরো সহজতর হবে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায়ও বাংলাদেশে আগের চেয়ে এগিয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here