‘ড. কামাল বিদেশেও জায়েজ করতে চাইছেন’

0
281

খবর৭১ঃড. কামাল হোসেন জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে বিএনপি এবং জামায়াতের রাজনীতিকে কেবল দেশে নয়, বিদেশেও জায়েজ করে দিতে চাইছেন বলে মন্তব্য করেছে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। এ জন্য তিনি নিজের বক্তব্যের পক্ষে যুক্তি তুলে ধরেন।

শনিবার বিকালে রাজধানীর শাহবাগে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সমাবেশে বক্তব্য দেয়ার সময় বলেন, ‘ড. কামাল হোসেন বিএনপি-জামায়াতি রাজনীতিকে কেবল দেশে নয়, বিদেশেও জায়েজ করে দিতে চাইছেন।’

সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে রাশেদ খান মেনন বলেন, ‘সামনে নির্বাচনে সিদ্ধান্ত হবে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রাষ্ট্রক্ষমতায় থাকবে নাকি মুক্তিযুদ্ধবিরোধী শক্তি রাষ্ট্রক্ষমতায় আসবে। যদিও আমরা জানি তাদের রাষ্ট্রক্ষমতায় আসার ক্ষমতা নেই। কিন্তু এটা মনে করার যথেষ্ট কারণ রয়েছে। ব্রিটিশ পার্লামেন্ট একটি প্রতিবেদন প্রকাশ করে বলেছে, ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্ট গঠন করার মধ্য দিয়ে বিএনপি ধর্মনিরপেক্ষতাকে স্বাগত জানিয়েছে।’

মেনন বলেন, ‘ড. কামাল হোসেন এত দিন বলে আসছিলেন, জামায়াত থাকলে তারা কোনও ঐক্যে যাবেন না। আসলে বিএনপি কামাল হোসেনকে সঙ্গে নিয়ে জামায়াতের দাঁড়িপাল্লায় ধানের শীষ তুলে দিয়েছে। দাঁড়িপাল্লার সঙ্গে ধানের শীষ আগেও যুক্ত ছিল। কিন্তু যখন ড. কামাল, কাদের সিদ্দিকী, আ স ম আবদুর রব, মান্নারা সেই ধানের শীষ প্রতীকে দাঁড়িপাল্লার সঙ্গে এক হন, তখন সব একাকার হয়ে যায়। এই বিজয়ের মাসে আমাদের বুঝতে হবে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও থামে নেই।’
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here