ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে; ধোঁয়ায় আচ্ছন্ন গুলশান এলাকা।

0
295

খবর ৭১ঃ বনানীর এফ আর টাওয়ারে আগুনের রেশ কাটতে না কাটতেই এবার গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত।  তবে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে ৮টা ২৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস কর্মীরা সিটি করপোরেশনের পানির গাড়ির পাশাপাশি গুলশান লেকে পাম্প বসিয়ে পানি নিয়ে আগুন নেভাতে কাজ করেন।

কাঁচাবাজারে প্রায় ৩শ দোকান ছিলো। এর মধ্যে অধিকাংশ দোকানই পুড়ে গেছে।

এছাড়া বনানীর মতো এখানেও মার্কেটের আশপাশে দোকান মালিক-কর্মচারীসহ বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করেছেন। এর ফলে ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের পানি সরবারহের গাড়ি ঢুকতে কিছুটা সমস্যা হয়েছে বলে অভিযোগ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি একই মার্কেটে আগুন লেগেছিল। সেই সময় ১৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। সে সময় মার্কেটের নিচতলা ও দোতলার মোট ৬০৫টি দোকান পুড়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here