ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার-৩

0
305

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে ডাকাতির প্রস্তুতিকালে বেরসিক পুলিশের খপ্পরে পড়ে ৩ ডাকাত গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মাগুরা জেলার শ্রীরামপুর গ্রামের জসিম বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস (২৪), যশোর জেলার নিমতলা গ্রামের নিম চাঁদের ছেলে এনামুল হক কালু (২৪) ও রাব্বি নামের অজ্ঞাত এক যুবক। নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে নড়াইল সদর উপজেলাধীন আউড়িয়া এলাকা থেকে গ্রেফতার করে। এ ঘটনায় বুধবার (১৩ জুন) নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইলের আউড়িয়া এলাকায় ডাকাত দলের তিন সদস্য অবস্থান করছে এবং ডাকাতির প্রস্তুত নিচ্ছে মর্মে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম এর নিকট একটি গোপন সংবাদ আসে। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখার জন্য নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনকে নির্দেশ দিলে তিনি নড়াইলের সহকারি পুলিশ সুপার (প্র.বি.) ইখতিয়ার আহম্মেদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে আউড়িয়া এলাকায় অবস্থান নেন। সেখানে পৌঁছে ঘটনার সত্যতা পেয়ে ওসি নির্দেশনা দিয়ে পুলিশ সদস্যের মাধ্যমে সমগ্র এলাকা ঘিরে ফেলেন। এ সময় ডাকাতা দলের এক সদস্যকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা আত্মগোপন করে। পরে সকাল পর্যন্ত পুলিশ সেখানে অবস্থান করে এলাকাবাসীর সহায়তায় ডাকাত দলের আরও দুই সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর থানায় মামলা দায়ের হয়। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, আসন্ন ঈদকে সামনে রেখে ডাকাত দলের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় তারা আউড়িয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার প্রাক্কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, এছাড়া চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, জঙ্গি, সন্ত্রাস, বাল্যবিবাহসহ সব ধরনের অপরাধের সংবাদ পুলিশকে দিয়ে সহায়তা করার জন্য উদাত্ত আহ্বান জানান।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here