ডাকসু নির্বাচনের পর (রাকসু) নির্বাচনেও অংশ নিতে যাচ্ছে কোটা আন্দোলনকারীরা

0
242

খবর৭১ঃঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনেও অংশ নিতে যাচ্ছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। বুধবার বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ এর রাবি শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফ।

মাসুদ মোন্নাফ জানান, ডাকসু নির্বাচনের ভোটে কারচুপি, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থীদের ওপর হামলা-মামলার পরও আমাদেরকে দমিয়ে রাখা সম্ভব হয়নি। নির্বাচনে আমাদের মনোনীত ভিপি প্রার্থী নুরুল হক নুর জয় লাভ করেছে।

সামনে যেহেতু রাকসু নির্বাচন, তাই এই নির্বাচনেও আমরা কোটা সংস্কার আন্দোলনের নেতারা অংশগ্রহণ করব। ’
তিনি আরো বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য আমরা কাজ করতে চাই। ক্যাম্পাসে সকল প্রকার অপরাজনীতি বন্ধ করে একটি সুষ্ঠু শিক্ষাবান্ধব ক্যাম্পাস আমরা শিক্ষার্থীদের উপহার দিতে চাই।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here